টংগুয়া বাজারে নবনির্মিত ড্রেনে আর্বজনার স্তূপ
তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলাধীন টংগুয়া বাজারে নবনির্মিত ড্রেননটিতে আর্বজনার স্তূপ। টংগুয়া বাজারে গত ২০১৪ অর্থবছরে এই ড্রেন নির্মাণ করার কাজ শুরু হলেও ড্রেনে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিতে আর্বজনা ফেলার ফলে পঁচা গন্ধে পরিবেশ দূষণ হচ্ছে। হুমকির মুখেও পড়ছে জনস্বাস্থ্য। জানা গেছে, ডাক্তার তৈয়ব আলীর বাড়ির সম্মুখ থেকে অপরিকল্পিতভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপজেলা ইঞ্জিনিয়ার ভূল প্ল্যান ইস্টিমেট করে বুলবুলের রাইস মিল পর্যন্ত ড্রেন নির্মাণ করা হলেও ড্রেনটির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি যা চোখে দেখা মাত্র অনুমান করা সম্ভব। গত ২০১৪ ইং হতে ক্রমান্বয়ে একাধিকবার সরকারি বরাদ্দ হলেও সমাপ্ত হয়নি ড্রেনের এই নির্মাণ কাজ। ড্রেন তৈরিতেও রয়েছে অনেক ত্রæটি। তহশিল অফিসের সামনের সড়কটিতে বর্ষায় বৃষ্টিতে কষ্টে চলাচল করে পথচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে ড্রেন নির্মাণে যথাক্রমে তিনবার ও ঠিকাদারকে একবার বরাদ্দ দিয়েও ড্রেনের নির্মাণ কাজ শেষ হয়নি। বর্ষা মৌসুমের পূর্বে অসমাপ্ত ড্রেনের কাজটি জরুরী সমাপ্ত করার জন্য উপজেলা প্রকৌশলী সুবির কুমার সরকারের নিকট জোড় দাবি জানিয়েছেন এলাকাবাসী