ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হকিরুল (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার নিটোল ডোবা গ্রামে ওই যুবককে রাতে কোনো এক সময়ে পিটিয়ে হত্যার পর তার মৃতদেহ একটি বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার সকালে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তদন্তের পর সকল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।