ঠাকুরগাঁওয়ে চম্পা হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও সদর উপজেলা ধর্মপুর গ্রামে চম্পা হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার করেছে রুহিয়া থানা পুলিশ।
জানাযায়, ২২ মে বুধবার রাত ৮টায় ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর থেকে মোঃ আলম(৩২) পিতা হামিদ আলী, হামেদ আলী(৫৫), পিতা মৃত. আজিমউদ্দিন , হামিদা(৫০) স্বামী হামেদ আলীকে এসআই নুর আলমের নেতৃত্বে গ্রেপ্তার করেছে রুহিয়া থানা পুলিশের একটি ফোর্স।
এব্যাপারে চম্পার পিতা বাদি হয়ে রুহিয়া থানায় গত ০৬/৫/১৯ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংসোধনী ২০০৩ এর ১১(ক)/৩০ ধারায় মামালা দায়ের করেন। যার মামলা নং ০২।