ঠাকুরগাঁওয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা দেখা দিয়েছে তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগ।
সোমবার দুপুর ২ টায় ঠাকুরগাঁও শহরের বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় শেষ হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা আক্তার তুলি, ঠাকুরগাঁও সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুর হোসেন রনি, সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সদর থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল ওহাব তপু, সাধারণ সম্পাদক শালিক চৌধুরী প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশ ৪০ লক্ষ শহিদের রক্তে কেনা। এদেশের স্বাধীনতা যারা নষ্ট করতে চায় তাদের কাওকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গনতন্ত্র ও মানবতার শত্রুদের মূলোৎপাটন করার অঙ্গিকার করেন।