ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:39 PM, 08 March 2019

 

আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধি॥ আজ আন্তজার্তিক নারী দিবস। এই দিবসকে ঘিরে ভিন্ন আয়োজনে করেছেন ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ।এ উপলক্ষ্যে শুক্রবার সকালে ঠাকুরগাঁও অডিটোরিয়াম চত্বর থেকে বেলুন উড়িয়ে এই নারী দিবসের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম।পরে মেয়েদের একটি সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো আগের স্থানে গিয়ে শেষ হয়।উক্ত র‌্যালিতে শিক্ষাথীদের সাথে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক,পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলার ৯টি স্কুলের শিক্ষার্থীরা সহ বিভিন্ন স্থরের মানুষ।র‌্যালি শেষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদের সভাপতি বিউটি বিশ^াসের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরুতুন নাহার,অতিরিক্ত জেলা প্রশাসক শীলাব্রত কর্মকার, কোর্ট ইন্সপেক্টর রওশন আরা প্রমুখ।

আপনার মতামত লিখুন :