ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও ঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৮নং মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্সেদা আক্তারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
জানাগেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষকবৃন্দ যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয় না। সরকারী নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলো সকাল ৯:৩০ থেকে বিকাল ৪ পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও এ নিয়ম তোয়াক্কা না করে তারা দুপুর ২/৩ টায় বন্ধ করে দেয় বলে এলাকাবাসী অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বিদ্যালয়টিতে নিয়মিত রুটিন অনুসারে কোন ক্লাস হয় না কিন্তু এব্যাপারে প্রধান শিক্ষিকাকে কিছু বললে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষিকা মোর্সেদা আক্তারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ঠাকুরগাঁও থেকে মাধবপুর শিমুলতলি আসতে সময় লাগে ১/২ ঘন্টা। যার ফলে সময় মতো উপস্থিত হতে পারিনা।এমতাবসথায় এলাবাসী ও অভিভাবক মহলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।