ঠাকুরগাঁওয়ে ভূমিহীন সমন্বয় কমিটির সংবাদ সম্মেলন

মোঃ আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও
প্রতিনিধি॥ “ভূমি অধিকার, মানবাধিকার”
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে
খাস ভূমি ও স্থানীয় সম্পদে ভূমিহীন মানুষের
প্রবেশাধিকার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে
উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটি।
রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ হলরুমে
কমিউনিটি ডেভেলপমেন্ট
এসোসিয়েশন(সিডিএ) এর আয়োজনে এসভা
অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সিডিএ’র আঞ্চলিক
সমন্বয়কারী অরুন কুমার রায়, ভূমিহীন সমন্বয়
কমিটির সভাপতি রফিকুল ইসলাম, ১৭নং
জাগন্নাথপুর ইউনিয়নের সিডিএ’র প্রধান
মোতাহার হোসেন সহ আরো অনেকে।