ঠাকুরগাঁয়ে সরক দুর্ঘটনায় নিহত- ২
মোঃ আরিফুজ্জামান আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি ।। ঠাকুরগাঁও সদরে ট্রাকের সঙ্গে ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার সালন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আইভী (৩০) ও মিতু (৩০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।