দিনাজপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহতঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:25 PM, 19 July 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। জেলার কাহারোলে ট্রাকের ধাক্কায় পিষ্ঠ হয়ে মো: সারোয়ার হোসেন (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী মো: জাহিরুল ইসলাম (১২) নামে অপর এক ছাত্র।

নিহত মো: সারোয়ার উপজেলার রামপুর গ্রামের মো: সাইদুর রহমানের ছেলে ও মুকুন্দপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আহত সহপাঠী জাহিরুল ইসলাম একই এলাকার মো: জিয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকেলে সারোয়ার হোসেন ও জাহিরুল ইসলাম বাড়ীর সামনে রাস্তার পাশে খেলছিল। এ সময় পন্যবাহী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার পাশের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মো: সারোয়ার হোসেন মারা যায়।

মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান একেএম ফারুক হোসেন জানান, বীরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে নিহত স্কুল ছাত্রের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :