দিনাজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:18 PM, 26 August 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বেলা ১টায় দিনাজপুর জেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের বাসুনিয়াপট্টিস্থ দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দুর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হামিদুল আলম, বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা. শান্তনু বসু, দিনাজপুর পরমানু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. বিকে বোস, দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিঃ লুৎফুল কবির বকুল, দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি কান্ত লাল সাহা, সাধারণ সম্পাদক বিধান চক্রবর্তী বাসু, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অশুভ শক্তি, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

বীরগঞ্জ ঃ এদিকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বীরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। র‌্যালি শেষে আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

জন্মষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি বাবুল কালিপদ রায়, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আক্কাছ আহম্মেদ, পৌর আ’লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ পূজা উৎযাপন কমিটির সভাপতি ও মোহনপুর ইউপি চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্ত, সাতোর সাবেক ইউপি চেয়ারম্যান রবিন্দ্র নাথ গোবিন বর্মন, বিষ্ণু মন্দির সেবায়েত নিত্যান্দ সাহা, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, জন্মষ্টমী কমিটি সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সেন ও মাষ্টার ভবেশ চন্দ্র রায়।

আপনার মতামত লিখুন :