দিনাজপুরে সীমান্তে যুবকের লাশ উদ্ধারঃ
এম, এ হক, দিনাজপুর। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জলপাইতলী সীমান্ত এলাকা হতে মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত ১১টায় লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার বানাহার গ্রামের মো: মকলেছুর রহমানের ছেলে।
ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলী জানান, নিহত মো. সাইফুল ইসলাম বিকেলে বানাহার গ্রামের জলপাইতলী সীমান্তে মাছ ধরতে যায়। রাতে তাকে সেখানে মৃত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবির সদস্যরা জলপাইতলী সীমান্তের ৩শ ৭ নম্বর মেইন পিলার ১ এর আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরের তার লাশটি উদ্ধার করে। তার মাথায় ক্ষত চিহ্ন ও কানে রক্ত ছিল। তার বুক হতে নাভী পর্যন্ত পোড়ানো ছিল। শরীরের পোড়ানো অংশ দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে পুর্ব শক্রতার জের ধরে তাকে কেউ হত্যা করেছে কি না বা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা নিহত হয়েছেন কি না সে বিষয়ে এলাকার কেউ নিশ্চিত ধারণা দিতে পারেনি। তদন্ত করে দেখা হবে। রাত ১১টা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে পাঠানো হয়েছি। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।