দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতির মাতার দাফন সম্পন্ন ঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:42 PM, 10 September 2016

এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্টের মাতা মরহুমা রাবেয়া আলমের জানাযা নামাজ গত শুক্রবার বাদ জুমা দিনাজপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ ও দাফন কাজে জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম এমপি, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া, সাবেক পৌর মেয়র সফিকুল হক ছুটু, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, বিএনপি নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন পাটোয়ারী, আব্দুর রশীদ, দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ¦ মোসাদ্দেক হুসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এমএ জব্বার, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, গোলাম নবী দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক মির্জা আনোয়ারুল ইসলাম তানু, উদীচি জেলা সংসদের সভাপতি আসাদুল­াহ সরকার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক শাহিন হোসেন,একরাম হোসেন তালুকদার, কলামিষ্ট আবুল কালাম আজাদ, হোটেল-রেস্তোরা মালিক গ্র“পের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান দুলাল প্রমূখ অংশগ্রহণ করেন।

জানাযা নামাজ পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার বড় ছেলে কাষ্টমস একসাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল আলম অসীম। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন অন্যন্য পুত্র দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাইফুল আলম আশু, এনতাজ আলম জুলাই, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আরিফুল আলম পল­ব, বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো. মাহবুব আলম।

নামাজে জানাযায় ইমামতি করেন দিনাজপুর বড় ময়দান ঈদ জামাতের প্রধান ইমাম আলহাজ্ব মাওলানা মো. শামসুল হক কাসেমী। পরে ফরিদপুর গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। আগামী রোববার বাদ আছর মরহুমার মুন্সিপাড়াস্থ নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

খালেদ মাহমুদ চৌধুরী এমপির শোক ঃ দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওয়াহেদুল আলম আর্টিষ্টের মাতা রাবেয়া আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। শুক্রবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, মরহুমা রাবেয়া আলম’র মৃত্যুতে আমরা একজন নিবেদিত ও মমতাময়ী মাকে হারালাম। তিনি শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনাসহ শোকসনপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার মতামত লিখুন :