পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা শুরু
আবু সাঈদ আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। রোববার (১০ জুলাই) সকালে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৬ জুলাই পর্যন্ত।
পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান সাংবাদ আজকালকে জানান, তথ্য সংগ্রহকারীরা পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার ৩৬টি বিলুপ্ত ছিটমহলের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন। তিনটি উপজেলায় ৪১ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন তত্ত্বাবধায়ককে তথ্য সংগ্রহ ও তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহলে নয় হাজার, বোদা উপজেলায় দুই হাজার এবং সদর উপজেলায় ১৫০০ সম্ভাব্য ভোটার রয়েছে।
পঞ্চগড় সদরের বিলুপ্ত গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মো. মফিজার রহমান সাংবাদ আজকালকে জানান অবশেষে বিলুপ্ত ছিটের অধিবাসীরা ভোটার হতে যাচ্ছে। এজন্য আমরা আনন্দিত। এর মাধ্যমে এখানকার জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।