পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ এক বৃদ্ধ
স্টাফ রির্পোটার: শারমিন শোভা, মানিকগঞ্জ।
রোববার সকাল ১১.৩০ টার দিকে পাটুরিয়া গামী শাহ্ মখদুম ফেরী
থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেন এক বৃদ্ধ। খবর পেয়ে মানিকগঞ্জের ফায়ার
সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধারের চেষ্টা করছে। এপর্যন্ত তার কোন
খোঁজ পাওয়া যায়নি। গ্রামে পরিবারের সাথে ঈদ শেষে দৌলদিয়া থেকে
মানিকগঞ্জের পাটুরিয়া আসার সময় ছেলে ও ছেলের বউয়ের সাথে কথা
কাটাকাটি হয়, অভিমানে এক পর্যায়ে চলন্ত ফেরি থেকে মাঝ পদ্মায়
ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন ৭০ বছর বয়সের বৃদ্ধ। উদ্ধার কার্যক্রম
অব্যাহত রয়েছে।