পরকিয়ায় স্বামী সন্তান ছেড়ে অন্যের ঘরে মহিলা ভাইস চেয়ারম্যান
সংবাদ আজকাল ডেস্কঃ গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম (৪০) পরকিয়ার টানে সংসার ছেড়েছে।
স্বামী ও দুই সন্তান ছেড়ে এখন বহু বিবাহের নায়ক উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ইউ’পি সদস্য রেজাউল করিমের ৪ নং স্ত্রী।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম পরকিয়ায় আসক্ত হয়ে ইউ’পি সদস্যে’র হাত ধরে উধাও হওয়ার খবর অবশেষে নিশ্চিত হওয়া গেছে।
স্বামী আব্দুর রাজ্জাক ভোলা প্রধান ও ১ মেয়ে, ১ পুত্র সন্তান ছেড়ে এখন রেজাউল করিমের ঘর সংসার করছেন ।
এ সংবাদ এখন এলাকায় চাঞ্চল্যকর হিসেবে ভাইরাস হয়েছে, টক অবদা গোবিন্দগঞ্জ।