পলিটেক হাসপাতালের ভূয়া ডাক্তার সহ পরিচালককে গ্রেপ্তাতারের দাবীতে বিক্ষোভ মিছিলঃ
এম এ হক, দিনাজপুর। দিনাজপুরের গ্রামীণ শহর রাণীরবন্দরের পলিটেক হাসপাতালে ভূয়া ডাক্তার দিয়ে বাকালিপাড়া গ্রামের নজরুল ইসলামের কন্যা চাইল্ড কেয়ার স্কুলের চতুর্থ শ্রেণির শিশু ছাত্রী নাছরিন আক্তারের (১০) মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রাণীরবন্দরের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান আলম, নেতা পারভেজ ও আব্দুল ওহাব মাস্টারের নেতৃত্বে শতাধিক সমর্থক দুপুরে মহাসড়কে ১টি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়। তারা ওই অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভূয়া ডাক্তার সহ হাসপাতাল পরিচালককে গ্রেপ্তারের দাবী জানিয়েছে।
জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১নং নশরতপুর ইউ’পির নর্বনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুরু ইসলাম নুরু ওই হাসপাতালের পক্ষে এবং শিশু নাসরিনের মর্মান্তিক মৃত্যু ঘটনার মীমাংসার জন্য দৌড় ঝাপ করার কারনে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী সহ সচেতন মহল হাসপাতাল অপসারণ ও তাদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিলটি বের করেছে। এ সময় থানা পুলিশ উপস্থিত ছিল। তবে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উলেখ যে, পলিটেক হাসপাতালে এ ধরণের নিষ্ঠুর ও মর্মান্তিক অস্ত্র পাচারে শিশু নাসরিনকে হত্যা করায় অভিজ্ঞ মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে সু-বিচার চেয়েছে। অপরদিকে, চিরিরবন্দর থানা পুলিশের কথা, নাসরিন পরিবারের পক্ষ থেকে এই রিপোট লেখা পর্যন্ত কোন অভিযোগ না পাওয়ায় ঘটনাটি নিয়ে তারা সামনে এগুতে পাচ্ছেন না বলে তারা জানান।