পাকেরহাট ডিগ্রী কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:44 PM, 26 November 2016

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাকেরহাট ডিগ্রী কলেজের নবাগত অধ্যক্ষ শাহাদাত আলী সবুজ ২৬শে নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় যোগদান করেছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম নবাগত অধ্যক্ষকে দায়িত্ব অর্পন করেছেন। এ উপলক্ষে অধ্যক্ষের কার্যালয়ে নবাগত অধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ,শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক কমিটির নেতৃবৃন্দ , কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমথ চন্দ্র রায়, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আতিয়ার রহমান শাহ, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, টংগুয়া কামিল মাদ্রাসার প্রভাষক হাজ্জাজ আল হাদী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিমসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :