পিরোজপুরের নজিরপুরে নজিরবিহীন ঘটনা স্ত্রী অন্যর সঙ্গে যাওয়ায় শালিকাকে ধর্ষন করলো দুলাভাই

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:40 AM, 18 August 2019

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রী শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ফেরদৌস শেখসহ আটজনকে আসামি করে নাজিরপুর থানায় একটি মামলা করেন।

অপহরণের পর পাঁচ মাস আটকে রেখে নির্যাতন করা ছাত্রীকে শুক্রবার রাতে উদ্ধারের পর শনিবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে গত ১২ মার্চ স্কুলে যাওয়ার পথে তার দুলাভাই ফেরদৌস শেখ অপহরণ করে। এরপর বিভিন্ন স্থানে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে ফেরদৌস। শুক্রবার রাতে মামলার পর পুলিশ মেয়েটিকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতার করে।

জানাযায়, প্রায় ৬ বছর আগে ফেরদৌসের সঙ্গে ওই ছাত্রীর বড় বোনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যাসন্তান হয়। সন্তানের বয়স যখন দু’মাস তখন বড় বোন অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যান এবং বিয়ে করেন। সেই ক্ষোভ থেকেই ফেরদৌস এ ঘটনা ঘটিয়েছে।

নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া জানান, শনিবার ফেরদৌসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :