প্রবাসীকল্যাণ ব্যাংক ১৩২টি শূন্য পদ পূরণের জন্য জনবল নিয়োগ
১৩২ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ব্যাংক। তনিটি বিভাগে ১৩২টি শূন্য পদ পূরণের জন্য জনবল নিয়োগ দেয়া হবে। জুনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে ৯০ জন, ড্রাইভার পদে দুজন ও অফিস সহায়ক পদে ৪০ জন নিয়োগ দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি।
জুনিয়র এক্সিকিউটিভ অফিসার
ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাস ও ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী বেতন দেওয়া হবে ১৪ হাজার ২৫৫ টাকা।
ড্রাইভার
ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস ও ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। এ ছাড়া হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন ৯,৭৪৫টাকা।
অফিস সহায়ক
এই পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা। বেতন দেওয়া হবে সাত হাজার ৭৪০ টাকা। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা হবে ৩২ বছর।
আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত। ওয়েব সাইট www.pkb.teletalk.bd.com