বগুড়ার গাবতলীতে পিস্তল ও ফেন্সিডিলসহ গ্রেফতার-৪
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে পিস্তল ও ফেন্সিডিলসহ পুলিশ ৪যুবককে গ্রেফতার করেছে। গত বুধবার সন্ধায় গাবতলী সদর ইউনিয়নের চকবোচাই খরিয়াজান ব্রীজের নিকট তাদের গ্রেফতার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি শাহিদ মাহমুদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে সদর ইউনিয়নের চকবোচাই খরিয়াজান ব্রীজের নিকট একটি সাদা মাইক্রোবাসের গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস থেকে ওই ৪যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পাকড়াও করে ধরে ফেলে। পরে মাইক্রোবাস তলাসী চালিয়ে ১টি দেশী পিস্তল, ১রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৩ বোতল ফেন্সিডিল ও একটি জরুরী সংবাদ পত্রের স্টিকারসহ ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া গোদারপাড়ার দাড়িয়া বাবু হান্নানের ছেলে রাকিব হাসান (৩০), বারোপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে (মাইক্রোবাসের ড্রাইভার) সিরাজ আহম্মেদ (৩২), চকসূত্রাপুর এলাকার মিঠুর ছেলে রাব্বী খান (২৫) এবং একই এলাকার মীর শহীদ শেখ এর ছেলে রিজান শেখ (৩৪)। বিষয়টি থানার ওসি শাহিদ মাহমুদ খান নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।