বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ
সোমবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীনের সভাপতিত্বে বগুড়া মানিকচক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলম। এমসয় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন( সিআইপি)।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, উপজেলা, শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বিশিষ্ঠ ব্যবসায়ী ফজলার রহমান পাইকাড়, জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক মাশরাফি হিরো, আলহাজ্ব শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম কবির, মাহবুবর রহমান, রেজাউল, আরিফুর রহমান। উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ফুলবাড়ি সঃ প্রাঃ বিদ্যালয় বনাম নূনগোলা সঃ প্রাঃ বিদ্যালয় এবং মেয়েদের দলে অংশ গ্রহন করেন মানিকচক সঃ প্রাঃ বিদ্যালয় বনাম চিংগেসপুর সঃ প্রাঃ বিদ্যালয় । ছেলেদের দল ফুলবাড়ি সঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষার্থীরা ট্রাবিকারে ৪-৩ গোলে এবং মেয়েদের দল মানিকচক সঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষার্থীরা ১-০ গোলে জয় লাভ করে।