বগুড়া এস ও এস হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়া এস ও এস হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ অভিভাবক ও শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত ২৪ শে জানুয়ারী বেলা ১.৩০ ঘটিকার সময় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে ফিরে আসার সময় কার্যালয় চত্ত¡রে অত্র প্রতিষ্ঠানের বহিষ্কৃত তিন জন শিক্ষক শাররিক ভাবে অধ্যক্ষকে লাঞ্চিত করে। অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ,অভিভাবক মন্ডলী ও সচেতন নাগরিক এই ঘৃর্নিত ঘটনার জন্য প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশকে সফল করার লক্ষে আবু সুফিয়ান সফিককে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। আগামী ৩০শে জানুয়ারী সমাবেশকে সফল করার জন্য এক মানব বন্ধন কর্মসূচির ঘোষনা দেওয়া হয়। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন এ্যাডঃ এমদাদুল হক এমদাদ,আনোয়ার হোসেন মুকুল, রাসেদুর রহমান,মিনতি আক্তার বানু প্রমূখ। বক্তারা বলেন একজন শিক্ষক জাতির কর্নধার। একজন শিক্ষক হয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে জন সম্মুখে লাঞ্চিত করা নিকৃষ্টতম কাজ। এটি সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া আর কিছুই নয় । এ ধরনের শিক্ষক সমাজের কলঙ্ক। অভিভাবক মন্ডলী বক্তব্যে বলেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যারা এ ধরনের কর্মকান্ড ঘটিয়েছে তাদের দ্বারা ছেলেমেয়েদেরকে আর পাঠদানের সুযোগ দেওয়া হবে না।