বগুড়া ফুলবাড়ির কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রবিউল ইসলাম সঙ্গীয় এটিএসআই বদিউদজ্জামান ও এটিএসআই আঃ রহমান কুখ্যাত মাদক ব্যবসায়ী সাজু (৪৬) ও তার স্ত্রী শান্তনা বেগম (৩৮) কে গ্রেফতার করে। ফাঁড়ি সূত্রে জানা যায় যে, সাজু ও তার স্ত্রী এলাকার কুখ্যাত হেরোইন ব্যবসায়ী। হেরোইন ব্যবসা করে তাঁরা জীবন-জীবিকা নির্বাহ করে এবং এলাকার যুব সমাজের নিকট হেরোইন বিক্রিয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। গ্রেফতারকৃত সাজু সদর থানার ফুলবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত আঃ গনির ছেলে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর রাত্রি ০৪.১৫ মিনিটে মাদক সম্রাট সাজু ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী শান্তনা বেগমকে তাদের নিজ বসত বাড়ির ঘরের ভিতরে কয়েকজন ব্যক্তির নিকট হেরোইন ক্রয় ও বিক্রয়রত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে। অপরদিকে ঐ একই এলাকার হেরোইন, ইয়াবা ব্যবসা, বিভিন্ন চুরি ,ছিনতাইসহ বড় বড় অপরাধের সাথে জড়িত থাকায় শাহিনুর শেখ(২৮), পিতাঃ মৃত আসাদ আলী ও শাহানুর রহমান (২৪) , পিতাঃ মৃত এফাজ উদ্দিন ভোর ৪.৪৫মিনিটে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে থানায় প্রেরন করেন।