বগুড়া ফুলবাড়ি পলিশ ফাঁড়ি কর্তৃক ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই (২) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:44 PM, 20 June 2016

সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া ফুলবাড়ি পলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম কর্তৃক ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই (২) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এজাহার সূত্রে জানা যায়, রবিবার রাত্রি ০০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় এটিএসআই আঃ রহমান ফোর্সসহ বগুড়া পৌরসভাধীন কালিবালা গ্রামের ২য় বাইপাস সংলগ্ন জিতু অটো গ্যারেজের সামনে আমিনুর রহমান আমু (৩০) ও তরিকুল ইসলাম (৪৩) এদের দেহ তল­াশি করে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমুর পিতা সালামত প্রাং এবং তরিকুল ইসলাম মৃতঃ মজিবর রহমানের ছেলে, উভয়ই সাং কালিবালা উত্তরপাড়া , থানাও জেলা ঃ বগুড়া । এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আসামি আমিনুর একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী । সে দীর্ঘদিন যাবত বার্মা সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এনে বগুড়া শহরসহ বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে এবং আসামী তরিকুল একজন মাদক সেবনকারি ও বিক্রেতা। এছাড়াও ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট এলাকার উঠতি বয়সের বুব সমাজের নিকট বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে থানায় প্রেরন করা হয়।

আপনার মতামত লিখুন :