বগুড়া সদরের শেখেরকোলায় চাচা শশুড়ের সাথে ভাতিজা বউ আপত্তিকর অবস্থায় আটক
আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদরের শেখেরকোলায় প্রতিবেশি চাচা শশুড়ের সাথে ভাতিজা বউয়ের সাথে আপত্তিকর অবস্থায় আটক এলাকার ছি:ছি:রব ।
সরে জমিনে গিয়ে ঘটনায় বিবরনে জানা যায়, বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের মৃতু আবজাল হোসেনের পুত্র রনজু মিয়া প্রায় ১০ বছর পূর্বে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট গ্রামের সাবিনা বেগমকে বিবাহ করে। বিবাহের ৫ বছর পর রনজু মিয়া হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তার ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। এর সুযোগে সাবিনা বেওয়া একই গ্রামের মৃতু সোলায়মান আলী পুত্র সদর উপজেলার গোকুল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোকলেছার রহমান মুকুল সম্পর্কে প্রতিবেশি চাচা শশুরের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তোলে। এরই সুত্রধরে গত ২১.০৭.১৬ ইং বৃহস্পতিবার গভীর রাতে মুকুল সুকৌশলে সাবিনার শয়ন ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে জড়িয়ে পরে । বিষয়টি রঞ্জুর পরিবার লোক জন বুঝতে পেরে সাবিনার ঘরের দরজায় দাড়িয়া ডাকাডাকি করলে সে দরজা খোলে ঘরে মুকুলকে দেখতে পেরে তাকে জাপটে ধরে সে ধাক্কা দিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে মুকুলের পরনের হাফহাতা গেন্জি ও তার ব্যবহৃত লাভা (মুঠোফোন) মোবাইল ফেলে দিয়ে পালিয়া যায়। এ ব্যাপারে রঞ্জুর পরিবারের সাথে কথা বললে, তারা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আজ শুক্রবার সকালে সাবিনার বাবার বাড়ীতে সংবাদ দিয়ে তাকে পরিবারের হাতে তুলে দেন। এব্যাপারে অভিযুক্ত মোকলেছার রহমান মুকুলের সাথে (মুঠোফোন) মোবাইলে একাধীকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এঘটনায় এলাকায় ছি:ছি:রব উঠেছে।