বালিয়াডাঙ্গীতে দুস্থ পরিবার ও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:45 PM, 28 June 2016

আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২৬ টি দুস্থ পরিবার ও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলাহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি ।

রবিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শেষে তিনি এই অনুদান বিতরণ করেন ।

আইন শৃঙ্খলা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোঃ রমজান আলী, বিজিবির কোম্পানী কমান্ডার মনির প্রমূখ ।

আইন শৃঙ্খলা সভা শেষে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকতাগণ বক্তব্য রাখেন।

সাংসদ ২৬ টি দুস্থ পরিবারের মাঝে ২৮ বান্ডিল ঢেউটিন বিতরণ, ১৭টি মসজিদে ২লাখ টাকা ও ৪টি মন্দিরে ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :