সাজমিন সাথী ঃ সাতক্ষিরা মেডিকেল কলেজ হাসপাতালে মাটির নিচে পুতে রাখা ঔষাধ ও ব্যান্ডেজ শনিবার ২৫মে সকালে বৃষ্টি পানিতে ভেসে উঠে।প্রত্যক্ষদর্শীরা জানান,সাতক্ষিরা মেডিকেল কলেজ হাসপাতালে সেফটিক ট্যাংকির পাসে প্রায় ১০ বস্তা ঔষাধ ও ব্যান্ডেজ পাওয়া যায়।ব্যান্ডেজ এর গায়ের কাগজের উপর লেখা ছিল এক্সরোল,এসেনশিয়াল, জগের ফলিক এসিড, ভিটামিন বি কমপ্লেক্স, এন্টিবায়োটিক, এজিথ্রমাইসিন_৫০০এমজি এসকে এফ এর কিলক্স ২৫০ এমজি সহ বিভন্ন
জীবাণব্যাধী ঔষাধ। এই সব ঔষাধের মেয়াদ ২০২২ পযন্ত লক্ষ করা যায়।উপস্তিত সাতক্ষিরা জেলার পৌর যুবলীগ তুহিনুর রহমান তুহিন, ছাত্রলীগ সাধারণ সম্পদক ছাদিকুর রহমান ছাদিক,পৌর যুবলীগ সাংগঠনিক সম্পদক জানান উপরের দৃশ্যমান ঔষাধ এর কয়েক গুন ঔষাধ মাটির নিচে চাপা পড়া রয়েছে।একটি পাচারকারী চক্র ওই ঔষাধ শুক্রবার রাতে পাচার করতে না পারাই মাটির নিচে পুতে রাখে। পরে বৃষ্টি পানি হয়ায় ঔষাধ গুলা ভেসে উঠে। তখন পুনারায় মাটির নিচে পুতে রাখার জন্য লিভারদের সাথে যুক্তি করতে গিয়ে ঘটনাটি ফাস হয়।মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্ববধায়ী ডাঃ শাহাজাহান আলী জানান তিনি যোগদান করার আগেয় ঘটনাটি ঘটিয়েছে বলে সন্দেহ করেন।