মহিমাগঞ্জ ইউ,পি উপ নির্বাচনের মাঠে এগিয়ে নৌকা
সাহাব উদ্দিন রাফেল : গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের আসছে ১৬ সেপ্টম্বর উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদের প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজোয়ানুর রহমান মুন্সির ডাকে নৌকা প্রতিকের বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর বিকালে মহিমাগঞ্জ এর আশে পাশের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা ডাক বাংলা মাঠে মিছিল নিয়ে আসেন।এ সময় ডাকবাংলা মাঠ কানায় কানায় পূর্ন হয়ে যায় লোক সমাগমে স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে নৌকা নৌকা বলে। নির্বাচনী প্রচার মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাইস্কুল মাঠে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপস্তিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ,ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ।
অন্যান্য সহ যোগী সংগঠনের নেতৃবিন্দ।বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য,গোবিন্দগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতিকের নমিনী,রেজোয়ানুর রহমান মুন্সি,সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক ।গোবিন্দগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক, হামিদুল ইসলাম।গাইবান্ধা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের লাভলু।মহিমাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন।
এ সময় বক্তারা বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আগামী দিনে নৌকায় ভোট দিলে সুন্দর একটা মহিমাগঞ্জ আপনাদের উপহার দিব।এই ইউনিয়ন হবে গোবিন্দগঞ্জ থানার মধ্যে সবচেয়ে সাজানো গোছানো একটি ইউনিয়ন। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হওয়ায় পদ শুন্য হয়ে যায় |