মানিকগঞ্জ ক্রীড়া সংস্থার উদ্দ্যেগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:51 PM, 28 March 2019

শারমিন শোভা, মানিকগঞ্জ থেকেঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগীতায় মানিকগঞ্জ ক্রীড়া সংস্থার উদ্যোগে ২৬ শে মার্চ প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান বনাম জেলা প্রশাসন খেলোয়ারদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় এক এক গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়, খেলা শেষে সকল খেলোয়ারকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সান্তনা পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক এস. এম ফেরদৌস মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিন খান, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বাবু সুদেব কুমার সাহা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধার সন্তান জনাব ফরায়েজী এস. এম. এ মামুন, বিশিষ্ঠ শিল্পপতি জনাব মফিজুল ইসলাম, কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা। অনুষ্ঠান সঞ্চালন করেন পৌর কাউন্সিলর শ্রী রতন মজুমদার।

আপনার মতামত লিখুন :