মারগাঁও স্কুলের প্রধান শিক্ষকের বদলীসহ শাস্তির দাবিতে মানববন্ধন
তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলাধীন ৫নং ভাবকী ইউপি’র মারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ জনিত কারণে গত ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় মারগাঁও স্কুল চত্বরে উক্ত স্কুলের প্রধান শিক্ষকের শাস্তিসহ অন্যত্র বদলীর দাবি জানিয়ে মানববন্ধন পালন করেছেন স্থানীয় ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ। মানববন্ধন পালন শেষে ছাত্র অভিভাবক আব্দুল বারির সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র অভিভাবক বখতিয়ার, ইয়ামদ্দিন ও ছাত্র অভিভাবিকা জাহেদা খাতুন প্রমুখ।