মা – সাজেদুর আবেদিন শান্ত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:28 PM, 07 March 2019

সংবাদ আজকাল

মা আজ তুমি নেই বলে,

সুর্য উঠেনি।

মা আজ তুমি নেই বলে,

ফুল ফোটেনি।

মা আজ তুমি নেই বলে,

শুন্য লাগছে ঘরবাড়ী।

মা আজ তুমি নেই বলে,

চাঁদ করেছে মেঘের সাথে আড়ি।

মা তুমি ফিরে এসো আমার ঘরে,

তুমি মাগো ফিরলে ঘরে মন যে আমার ভরে।

মাগো ফিরলে তুমি করবো না আর দুষ্টামি,

তোমার জন্য হতে পারি শ্রেষ্ঠ ছেলেটি আমি।

মাগো তুমি ফিরে এসো আমার মনে,

তোমারি শেখানো গান যে বাজে আমার প্রানে।

আপনার মতামত লিখুন :