যানজটের আরেক নাম ঢাকা যেন জ্যামের রাজধানী
সাহাব উদ্দিন রাফেল : ঢাকা কল্যানপুর এর চিত্র ছিল এমনি রাস্তায় তিব্র জানযট এ যেন আরেক ভোগান্তি। এভাবে ছুটে চলতে হয় প্রতিদিন কর্মজীবি মানুষ দের জীবিকার জন্য। যানজট এই শহরটাকে নরক বানিয়ে দিয়েছে। অাসলেই তাই।
এই নগরবাসীর সবচেয়ে বড় কষ্টের নাম যানজট। নগরবাসী যারা অফিসে যান সকাল আটটায় বাসা থেকে বের হন, রাত নয়টায় ফিরেন। কল্যানপুর থেকে উত্তরা। অথবা সাভার থেকে মতিঝিল। প্রতিদিন তাঁর যাতায়াতের রুট।
ঢাকার যানজট সম্পর্কে যাদের সামান্য ধারনা আছে তাঁরা জানেন, প্রতিদিনের এই যাতায়াতটুকু কতটা কষ্টের। রাতে যখন বাসায় ফিরেন, তাঁর চেহারার দিকে তাকানো যায় না।
ক্লান্ত শ্রান্ত বিধ্বস্ত। ষাট বছরের কাছাকাছি এই মানুষটির হাড়ভাঙ্গা পরিশ্রমের পেছনে কি স্বার্থ? একটাই তো স্বার্থ। তাঁর কষ্টার্জিত অর্থে তাঁর সন্তানেরা যেন ভাল থাকতে পারে। ভালো থাকবে আগামী প্রজন্ম। ঢাকাকে যানজটমুক্ত করতে অান্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । কিন্তু সেই কাজটা কবে হবে। কবে এই শহর যানজটমুক্ত হবে যানা নেই কারো।