রুহিয়ায় কিশোরী ধর্ষনের অভিযোগঃ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:37 PM, 13 June 2016

রুহিয়া ,ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নে মধুপুর ধুমেরহাট (কোনপাড়া) গ্রামের (১৪) বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রুহিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার ৩১শে মে ওই কিশোরী তার বাড়ি থেকে একটু দুরে তার ছোট ভাইকে খুঁজতে গেলে এ সময় জুয়েল নামের এক যুবক তার মুখ চেপে ধরে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে কয়েকজন মিলে ধর্ষন করেন। ধর্ষনকারীরা হলেন ১. জুয়েল (১৮) পিতা-তয়োব আলী, ২. ইদু চৌধুরী (১৯) পিতা- এনামুল হক, ৩. শাহীন (পেলকু) (১৯) পিতা- ওসমান আলী। আরো জানা যায় ধর্ষনের সময়ে দু,জন পাহাদার ছিলেন তারা হলেন, শাহীদ আলী ও আহম্মদ আলী।
উ্ল্লে­খ যে, বিভিন্ন ভয় ভীতি ও ধর্ষিতাকে তার মৃত বোনের কসম দেয় ,যার ফলে বিষয়টি । কয়েকদিন পরে তার পরিবারকে ধর্ষনের ঘটনা খুলে বলে লালসার শিকার ওই মেয়েটি।
ওসি খান মোঃ শাহরিয়ার বলেন, আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তবে ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঠাকুরগাঁও সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :