রুহিয়ায় নবাগত ওসি’র সাথে আরজেএফ‘র মতবিনিময়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:05 PM, 04 October 2019

আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় রুহিয়া থানার রুর‌্যাল জার্নালিষ্ট ফাউডেশন(আরজেএফ) এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৩ অক্টোবর রাত ৯টায় রুহিয়া থানার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন রুহিয়া আরজেএফ এর সভাপতি মোঃ আব্দুল কাদের জিলানী, সহÑসভাপতি, নূরে হাফিজ, উপদেষ্টা বাবু প্রফুল্ল রায়, রুহিয়া প্রেসক্লাবে সভাপতি মকবুল হোসেন, সাধারণ স¤পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম আরজেএফের সদস্য মোস্তাফিজুর রহমান, গাব্রিয়েল ঋষি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় ওসি চিত্তরঞ্জন রায় বলেন, রুহিয়া থানাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত এবং বাল্যবিবাহ রোধে সাংবাদিকদের সহযোগিতা পেলে কাজ করতে সুবিধা হবে তাই তিনি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :