রুহিয়ায় ভ্রাম্যমান আদালতের সাফল্য এলাকায় স্বস্তি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:39 PM, 12 June 2016

আব্দুল কাদের জিলানী রুহিয়া(ঠাকুরগাঁও) সম্প্রতি, ঠাকুরগাঁও জেলার নতুন থানা রুহিয়া এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলার বিজ্ঞ পুলিশ সুপার মোঃ ফরহাত আহমেদ এর দিক নির্দেশনায় রুহিয়া থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহ্রিয়ার এর আহব্বানে জেলার বিজ্ঞ নির্বাহী মেজিষ্ট্রেট মাহবুবুর রহমান, নাজমুল হামিদ রেজা এবং মোঃ রাশেদুল হক প্রধান এদের যৌথ অভিজানে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গত ২/১০/২০১৫ইং হইতে ১১/০৬/২০১৬ইং পর্যন্ত মাদক দ্রব্য, জুয়া, ইভটিজিং, সরকারি কাজে বাধা প্রদান, দোকানে ভেজাল মালামাল রাখা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে অপরাধের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করে। রুহিয়া থানা আইন শৃঙ্খলা বাহিনি ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ মেজিষ্ট্রেট গণের সক্রিয় ভুমিকার সাফল্যে এলাকাবাসি বর্তমানে আইন শৃঙ্খলার উন্নয়নের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে জীবিকা নির্বাহ করে আসছেন। উলেখ্য যে, ভ্রাম্যমান আদালতের সুদ্ধি অভিযানে প্রায় ৫৭জন অপরাধীর অর্থদন্ড সহ শাস্তি প্রদান করা হয়েছে। এছারাও ওসি খান মোঃ শাহ্রিয়ার আইন শৃঙ্খলা উন্নয়নে তার সক্রিয় ভুমিকা অব্যাহত রেখেছে বলে তিনি এ প্রতিবেদককে অবহিত করেছেন।

আপনার মতামত লিখুন :