রুহিয়ায় মাদক ব্যাবসায়ী আটক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:52 PM, 11 July 2016

আব্দুল কাদের জিলানী রুহিয়া, ঠাকুরগাঁঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় ২নং ঝাড়গাঁও ইউনিয়নের গুনজুরা বাজারে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ ।

জানা যায়, গত ১০ জুলাই রাত ৮:১৫ মিনিটে মোঃ আব্দুল কাদের, পিতা-আব্দুল খালেক সাং- ঝাড়গাঁও গুনজুরা বাজারের তার নিজ পান দোকানে ২৫০ গ্রাম গাজাসহ আটক করেছে রুহিয়া থানার এস আই কামাল ও এস আই রেজা সহ পুলিশের একটি দল। যার আনুমানিক মুল্য ১৫০০ শত টাকা।

এলাকাবাসীসূএে জানাযায়, মোঃ আব্দুল কাদের দীর্ঘদীন যাবৎ থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার মাদক ব্যাবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং আটক কৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্তন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানান, যার মামলা নং- ০৩।

আপনার মতামত লিখুন :