শিবগঞ্জে এমপির তহবিল থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বুধবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দি মর্নিং সান কেজি স্কুল চত্বরে স্থানীয় সংসদ সদস্যর ব্যক্তিগত তহবিল থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্’র উপস্থিত থেকে গবীর দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, জাপা নেতা আলহাজ্ব ইয়াকুব আলী, নজরুল ইসলাম বাসু, খোরশেদ আহমেদ, দুলাল হোসেন, মোশারফ হোসেন, সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া প্রমুখ।