শিবগঞ্জে রায়নগর ইউনিয়নে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:10 AM, 24 July 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে ১২৫ জন বয়স্ক, ২৬ জন বিধবা ও ৩২ প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত ভাতা কার্ড বিতরন করেন রায়নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু রায়হান। এসময় উপস্থিত ছিলেন, সচিব রাসেল খান, সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক নাসরিন জাহান, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, ছানাউল হক ছানা, মোস্তফা কামাল তোতা, আব্দুল ওয়াহাব বাদল, আলী হাসান, শহিদুল ইসলাম, আলাউদ্দিন, মহিলা সদস্য কামেলা বেগম, ফাতেমা বেগম, উৎলিমা রুহিয়া প্রমূখ।

আপনার মতামত লিখুন :