শিবগঞ্জ চিকিৎসক এর উপর হামলার ঘটনায় হামলাকারী আটক ডাক্তারদের সকল কর্মসূচি স্থগিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:29 AM, 27 June 2019

শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ হাসপাতালের চিকিৎসক এর উপর হামলা আসামীরা আটক, টানা ৯দিন ডাক্তারদের কর্মসূচি স্থগিত, ১ম দিনে হাসপাতালে রোগীদের ভীড়।
জানা যায়, শিবগঞ্জ হাসপাতালে গত ১৭ জুন রাতে এক রোগী মারা যাওয়া কে কেন্দ্র করে হাসপাতাল ভাংচুর ও হাসপাতালের আর.এম.ও ডাক্তার দেলোয়ার হোসেন নয়ন এর উপর হামলা করার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারগণ গত ১৮ জুন থেকে ২৬ জুন পর্যন্ত টানা ৯দিন বিভিন্ন কর্মসূচি পালন করেন। মামলার আসামীদের গ্রেফতার না করায় ডাক্তাররা দিন দিন কঠোর কর্মসূচী পালন করেছে। গত ইং তারিখে মামলার আসামীরা জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত আসামীদের কে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। এ সংবাদ এর পর গতকাল বুধবার হাসপাতালের ডাক্তাররা একটি বৈঠক করেন ও তাদের কর্মসূচি স্থগিত করেন। পরে পূর্ব্যরে ন্যায় হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ ব্যাপারে আর.এম.ও দেলোয়ার হোসেন নয়ন বলেন, হামলাকারীরা জরুরী বিভাগে হামলা চালিয়ে ভাংচুর ও আমার উপর হামলা চালিয়েছে। গত মঙ্গলবার আদালতে জামনি নিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মুঞ্জুর করেছে। আমি বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা জানাই, যেন হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হয়। তিনি আরো বলেন, কর্মসূচি স্থগিত করার পর শিবগঞ্জ হাসপাতালে পূর্বের ন্যায় রোগীরা চিকিৎসার জন্য ভীড় জমাচ্ছে। আমরা ডাক্তারগণ জনগণের সেবাই নিয়োজিত। তাই এখন থেকে তাদেরকে সু-চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :