সদরের উত্তর বাঘোপাড়ায় চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের উত্তর বাঘোপাড়ায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোকুল ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন যাদু। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন লেদু, ফারুক হিরো, উত্তর বাঘোপাড়া যুব সমাজের সভাপতি আমিনুল ইসলাম মিঠু, সাধা: সম্পাদক মিজানুর রহমান বিটল, খাইরুল ইসলাম জনি, রফিকুল ইসলাম সাজু, আবু সাঈদ, গোকুল তমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাও: আব্দুর রউফ। খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুর ইসলাম মিটু, রাজু আহম্মেদ, বালা মিয়া। প্রধান অতিথি বলেন, খেলা ধুলার মাধ্যমেই বহিবিশ্বে দেশের সুনাম অর্জন করা সম্ভব। খেলায় বালা কৈগাড়ী সাইট ফুটবল একাদশ রামশহর মধ্যে পাড়া জয় বাংলা ক্লাবকে ৪-২ গোলে ট্রাইবেকারে পরাজিত করে জয়লাভ করে।