সাঘাটায় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত।
সাঘাটা,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার, সাঘাটা উপজেলার, জুমারবাড়ী ইউনিয়নের বাজিতনগর গ্রামে, “লাইটশীপ ফাউন্ডেশনের” উদ্যোগে ০৫/০৬/২০ তারিখ বিকাল ৪.৩০ টায়, বাজিতনগর সরকারী প্রাঃ বিদ্যালয় হলরুমে, এলাকার এসএসসি ফলপ্রাপ্তদের নিয়ে “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বাণী রোমানের সভাপতিত্বে এবং এমএন রিপনের পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে “#পৃথিবীকে_গড়তে_হলে, #সবার_আগে_নিজকে_গড়” বিষয়ের উপরে মূল্যবান কথা রাখেন, এক সময়কার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, চুয়াডাঙ্গা সরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, এলাকার কৃতি সন্তান #অধ্যাপক_নাজিম_উদ্দিন।
সভাপতি গোলাম রব্বাণী রোমান “#সফল_যারা_কেমন_তারা এবং #কি_হতে_চাও_কিভাবে_হবে” নির্ধারিত বিষয়ের উপরে বক্তব্য রাখেন।
“#ক্যারিয়ার_গঠনে_এসএসসি_ও_এইচএসসির_গুরুত্ব” বিষয়ের উপর বক্তব্য রাখেন, আযিযুল হক বিশ্বঃ ও কলেজের ইংরেজি বিভাগের মেধাবি মুখ, মোঃ বদিউজ্জামান বাবু। “#ভালো_ক্যারিয়ার_গঠনে_ইংরেজি_শিক্ষার_গুরুত্ব” টপিকের উপরে কথা বলে, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতি শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম রবি। “#ক্যারিয়ার_কি_ও_কেন” নিয়ে কথা বলে আযিযুল হক বিশ্বঃ ও কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি।
কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মঞ্চে উপস্থিত ছিল মোঃ আনিছুর রহমান ও মিজানুর রহমান মিশু।
অতপর শির্ক্ষার্থীদের সামান্য উপহার ও মিষ্টি দেয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।