সাতক্ষিরায় ভ্যানের ব্যাটারি বিস্ফোরিত হওয়ায় পাঁচ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:21 AM, 08 July 2019

সাজমিন সাথীঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে ভ্যানের ব্যাটারিতে বিস্ফোরিত অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি গ্রামের শেখ আলাউদ্দীনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রীধরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলাউদ্দীনের বাড়ির প্রাচীরের মধ্যে মটরচালিত ভ্যান চার্জ দেন আছিয়া লুতফর প্রিপারেটরি স্কুলের ভ্যান চালক শেখ শাহাজান হোসেন। মধ্য রাতে চার্জে দেওয়া ভ্যানের ব্যাটারি বিস্ফোরিত হয়ে শেখ আলাউদ্দীনের গোলা ভর্তি ধান, কাঠঘর, মেশিনঘর, পৃথক ৩টি ধানের গোলাসহ গৃহস্থলির প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :