সাতক্ষীরা কলারোয়ায় এবার ডেঙ্গু আক্রান্ত এক পুলিশ সদস্য
সাজমিন সাথীঃ সাতক্ষীরার কলারোয়ায় এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মেহেদী হাসান(৩০) নামের এক পুলিশ সদস্য।
কনষ্টেবল মেহেদী হাসান কলারোয়ার কয়লা গ্রামের শহিদুল ইসলামের পুত্র। মেহিদী বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আছেন । গত ৪ সেপ্টেম্বর ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন তিনি । ৭ সেপ্টেম্বর সে জ্বর সহ বিভিন্ন সমস্যা অনুভব করলে সাতক্ষীরায় এক ল্যাবে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লেও সে নিজ বাড়ি কলারোয়ার কয়লায় অবস্থান করছিল কিন্তু অবস্হার অবনতি হলে বৃহস্পতিবার কলারোয়া স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বর্তমানে তিনি চিকাৎসাধীন রয়েছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুল ইসলাম জানান, মেহেদী হাসান নামে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী আজ বৃহস্পতিবার কলারোয়া হাসপাতালে ভর্তি আছে। এ নিয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ছে, তারমধ্যে ১৯ জনই সুস্হ্য হয়ে বাড়িতে ফিরে গেছে।