সাতক্ষীরা জেলায় কালিগঞ্জেউপজেলায় কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবিতে মানব বন্ধন।

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:33 PM, 27 May 2019

শেখ মাহামুদুর রহমান (হাসান) কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি:

কালিগঞ্জে
কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবিতে মানব বন্ধন।কৃষকদের জন্য ধানের লাভ জনকমূল্য নিশ্চিত করার দাবীতে গত২৫শে, মে শনিবার সকাল ১০টায়কালিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এবংবিকাল ৪টায় মৌতলা বাসষ্টান্ডেলিডার্স কালিগঞ্জ উপজেলাউপদেষ্টা পরিষদ এবং মৌতলাইউনিয়ন যুব ফোরামে আয়োজনেমানব বন্ধন কর্মসূচী পালন করাহয়েছে। মানব বন্ধনে লিডার্সকালিগঞ্জ উপদেষ্টা পরিষদেরকার্যনির্বাহী কমিটির সাধারনসম্পাদক সুকুমার দাস বাচ্চুরসঞ্চালনায় বক্তব্য রাখেনযুগ্মসাধারন সম্পাদক ইলাদেবীমল্লিক্ সদস্য আশিক মেহেদী্ শেখআনোয়ার হোসেন্ সাংস্কৃতিকসম্পাদক কনিকা সরকার্লিডার্সের প্রোগ্রাম অফিসার সুলতাসাহা্ ফিল্ড ফ্যাসিলিটেটর বাবরআলী্ শম্পা বিশ্বাষ্ জুলেখা খাতুন্মৌতলা যুব ফোরামের সভাপতিমোতাহার হোসেন্ মথুরেশপুর যুবফোরামের সহ সভাপতি আসাদুররহমান কুশুলিয়া যুবফোরামেরসাধারন সম্পাদক মাহমুদুর রহমান(হাসান) প্রমূখ। বক্তারা কৃষকদেরকাছ থেকে সরাসরি ধান ক্রয় এবংএই মূহূর্তে চাল আমদানী বন্ধ করেকৃষকদের লাভ জনক মূল্য নিশ্চিতকরার দাবী জানান

আপনার মতামত লিখুন :