সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উপর হামলা প্রতিবাদে মানববন্ধনক
সাজমিন সাথীঃ সাতক্ষীরার শিবতলা,ঝুটিতলায় ছাত্রলীগের নেতাদের উপর শনিবার ৩ই আগস্ট রাত ১১টার দিকে হামলা ও গুলি বর্ধন করেছে জঙ্গি,জামাত,বিএনপি,শিবির এর দল।আহতরা হচ্ছে সাতক্ষীরা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ সসাদিকুর রহমান সাদিক ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আজমির হোসেন ফাহিম।এ হামলায় ছাত্রলীগের নেতা সৈয়দ সাদিকুর সাদিক গুরুতর আহত হয় সাথে সাথে পুলিশের কর্মকতারা ঘটনাস্থলে গিয়ে তাদের কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।ছাত্রলীগ এর উপর হামলার প্রতিবাদে রবিবার ৪ই আগস্ট বেলা ১২টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানব বন্ধন কর্মসুচি পালন করে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখা, মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাভাপতি রেজাউল ইসলাম রেজা,সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন,তালা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী সহ বিভিন্ন উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রশাশনের কাছে গুরুতর দাবি জানায় যে প্রশাশন যেন হামলা কারীদের অতি দ্রুত আইন এর আওতায় আনা হয়।