সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার পতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:50 PM, 31 May 2019

সাজমিন সাথীঃ সাতক্ষীরা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসী হামলায় সভাপতি সাধরন সম্পাদক সহ ১০ সিনিয়র সাংবাদিক আহত হয়ায় শুক্রবার(৩১)মে বেলা ১১টাই সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়। প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ আশেক ই্ ইলাহির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সুভাষ চৌধুরি,আনিছুর রহিম, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানাজী,প্রেসক্লাবের সাধারন সম্পদক আব্দুল বারি,সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।মানব বন্ধেের উপস্থিত বক্তরা সাতক্ষীরা প্রেসক্লাবের হামলায় তীব্র নিন্দা জানায়,এবং দোষীদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানায়।সাতক্ষীরা সদ্র আসনের সংসদ সদস্য মীর মোস্তাক রবিকে সম্প্রতি প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষনাকে কেন্দ্র করে এমপির পক্ষের বহিস্কৃত কয়েক জন সাংবাদিকের নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী বৃহঃ দুপুরে প্রেসক্লাবের ভিতরে থাকা ১০জন সিনিয়র সাংবাদিকের উপর হামলা চালায়।তাদের মধ্য আবু আহম্মেদ ও আব্দুল জলিল গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।মানব বন্ধন শেষে দুপুর ১২টায় প্রেসক্লাবের স ম আলাউদ্দিন মিলনতয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় তিনি বলেন এ ঘটনার পতিবাদে শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের নাগরিক সংগঠক, বিভিন্ন রাজনৈতিক দলসহ,শুসিল সমাজে নেতৃবৃেন্দর সঙ্গে মত বিনিময় এবং পর্যায় ক্রমে ৭টি উপজেলায় বিক্ষোভ কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :