স্ত্রী ও শিশুপুত্রকে জবাই করলেন ঘাতক স্বামী
এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুর সদর উপজেলার পলীতে স্ত্রী ও তিন বছর বয়সের শিশুপুত্রকে জবাই করে হত্যা করেছে স্বামী সোহরাব হোসেন ভূট্টো (৩২)।
রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার ১০ কমলপুর ইউনিয়নের দক্ষিন জয়দেবপুর সালিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম বকুল আরা পারভীন ও শিশুপুত্র সাঈদ আল বিনয়। এ ঘটনায় ঘাতক সোহরাব হোসেনকে আটক করেছে থানা পুলিশ। নিহত স্ত্রী পারভীন দক্ষিন জয়দেবপুর সালিমপাড়া গ্রামের আক্কাস আলীর মেয়ে ও ঘাতক স্বামী একই গ্রামের হেদায়েত উলাহ’র ছেলে।
কমলপুর ইউপি চেয়ারম্যাান মাজেদুর রহমান সরকার জুয়েল জানান, রাতে সোহরাব হোসেন ভূট্টো তার স্ত্রী ও শিশুপুত্রকে জবাই করে ছোড়া হাতে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামের নৈশ প্রহরীরা তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছেঁ সোহরাব হোসেন ভূট্টো কে আটক করে পুলিশ।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেদওয়ানুর রহিম জানান, হত্যার শিকার বকুল আরা পারভীন (২০) ও শিশু সাঈদ আল বিনয় (৩) এর লাশ সোমবার ভোরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।