হাজারো মুসলির মন জয় করল তরুন ইমাম আনিছুর
এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের গ্রামীণ শহর রাণীরবন্দরের সবচেয়ে বড় মসজিদ ও হাজারো মুসলি অধ্যুষিত জুম্মার নামাজ আদায় করতে আসে হাট চত্বরের বায়তুল হামদ জামে মসজিদটিতে। জুম্মার নামাজ ও খুতবা দেন নিয়মিত ইমাম আলহাজ্ব ডাঃ জাকির হোসেন; কিন্তু গতকাল শুক্রবার তেনার অনুপস্থিতিতে নামাজ পড়াতে ও খুতবা দিতে আসে তরুন বক্তা মোঃ আনিছুর রহমান, তিনি ইবাদত সম্পর্কে আলোচনা রাখতে গিয়ে কোরআন ও সহীহ বুখারি শরিফ হতে আলোচনার এজেন্ডা হিসেবে ইবাদত সম্পর্কে আলোচনা সৃজনশীল ভাষায় উপস্থিত মুসলিদের বুঝিয়ে দেয়ার মত বক্তব্য রাখলে নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ হতে মোঃ মোশারফ হোসেন ভূয়ষী প্রশংসা করলে উপস্থিত হাজারো মুসলি উক্ত আনিছুরের বক্তব্যকে স্বাদরে গ্রহন করেন ও সেই অনুযায়ী তা পালনের আশ্বস্থ্য করেন হাজারো মুসলিগণ। উলেখ্য যে, তরুন এই বক্তা আনিছুর রহমান কর্মজীবনে একজন সহকারী শিক্ষক। তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেন। ওনার পিতা ঐতিহ্যবাহী আলোকডিহি জে.বি স্কুলের ইংরেজী বিভাগের শিক্ষক ছিলেন।