৮ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযুক্ত শিক্ষকের বিচার দাবীতে খানসামায় মানববন্ধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:03 PM, 17 July 2016

তফিজ উদ্দিন, খানসামা (দিনাজপুর) থেকে: দিনাজপুরের খানসামা উপজেলা আলোকঝাড়ী ইউনিয়নের শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে শিক্ষক আলতাফুর রহমান পরীক্ষা চলাকালীন শ্রেণীকক্ষে যৌন হয়রানি করে। যৌন নিপীড়ন অপরাধে শিক্ষক আলতাফুর রহমানকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে খানসামা ইয়ুথ ফোরাম। রবিবার খানসামা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এক মানববন্ধনে এ দাবী জানিয়েছে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন বালিকা বিদ্যালয় ছাত্রীদের একটি নিরাপদ আশ্রয়স্থল। সেখানে যদি শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির শিকার হয় তাহলে এটি শিক্ষা ব্যবস্থার ধ্বংশের একটি অংশ। যদি বালিকা বিদ্যালয়ে ছাত্রীরা সুরক্ষা না পায়, তাহলে তারা কোথায় সুরক্ষা পাবে। এভাবে চলতে থাকলে এক সময় নারীরা আবার আগের মতই শিক্ষাবঞ্চিত ও অবহেলিত হয়ে পড়বে। তাই সবাইকে এসব অবকর্মের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। খানসামা থানায় গত ১৩/০৭/২০১৬ ইং তারিখে শিশু নির্যাতন দমন আইন এর ১০ ধারায় যোন নিপীড়ন অপরাধে মামলা হয়। মামলা নং- ০৪। এ পর্যন্ত লম্পট শিক্ষক আলতাফুর রহমান গেফতার হয়নি। ইয়ুথ ফোরামের সভাপতি লিটন ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খানসামা প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর হোসেন, নব-নির্বাচিত ১নং আলোকঝাড়ী ইউপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্যা আহেদা বেগম, ইয়ুথ ফোরামের সাধার সম্পাদক সাবিরা আক্তার, শিশু সাংবাদিক লিওনেল শান্ত, ইয়ুথ ফোরাম সদস্য বণিতা, আনোয়ার, নামিরা প্রমুখ।

আপনার মতামত লিখুন :