আজ থেকে অভিযানে নামছে রাজউক অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকলে ভবন সিলগালা : গণপূর্তমন্ত্রী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  02:00 PM, 31 March 2019

সংবাদ আজকাল ডেক্সঃ ফায়ার সার্ভিসের জরিপ অনুযায়ী ঢাকার বেশিরভাগ ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই -এ বিষয়ে গণপূর্তমন্ত্রী বলেন, আমরা শুধু গুলশান-বনানী নয়, ঢাকা শহরের যেকোনো স্থানে যদি অপরিকল্পিতভাবে ইমারত নির্মিত হয়ে থাকে, অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকে -সেই বিষয়ে রাজউকের পরিদর্শন শুরু করবে।১৫ দিনের মধ্যে চিহ্নিত করবো কোনো ভবন পরিকল্পনা বা নিয়মের বাইরে হয়েছে কি-না। প্রয়োজনে সিলগালা করে দেব । বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়ার ৭ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।

আপনার মতামত লিখুন :